শ্রান্ত দিনের বাসনা

মুক্ত চেতনের কিনারায়।

অবচেতন যেখানে খেলা করে

আলো-আঁধারির আঙিনায়।

স্তব্ধ জলরাশি, করে হাসাহাসি

আজকের ফোটানো জ্যোৎস্নায়।

কালকের প্রভাত সূর্য হাসে

এদের না-চেনা সত্যের চেতনায়।

যুগ কলেবর তোলে কলরব

নিজেদের স্বপ্নের অট্টালিকায়।

প্রভাত সূর্য মুচকি হাসে

এদের প্রহসনের উন্মাদনায়।

কবে চেতনা ফিরবে?

কবে জাগবে বাঙালি?

প্রহসন ছেড়ে বাস্তবের আঙিনায়?